আগরতলা, ১২ অক্টোবর:
রবিবার সকালে সিপাহীজলা ফার্স্ট গেটের আগে ঘটে যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জানা গেছে, সিপাহীজলা অভয়ারণ্যের সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়া একটি বানরকে বাঁচাতে গিয়ে দুটি যাত্রীবাহী অটো মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। হঠাৎ ঘটনার ফলে দুই অটোতেই থাকা মোট চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত খবর সেন অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।
ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত অটো দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অটো দুটির নাম্বার যথাক্রমে টিআর০৭ – এ -৪১৭৩, টিআর০১- এল – ৩৩২৯।
2025-10-12

