ধর্মনগরে অভিরূপ মৃত্যুকাণ্ডে ঘাতক চালকের গ্রেফতার, ১২ দিনের জুডিশিয়াল কাস্টডির নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১২ অক্টোবর:
বহু জল্পনা–কল্পনার অবসান ঘটল অবশেষে। ধর্মনগর উপেন্দ্রনাথ লেনের বাসিন্দা অভিজিত দেবনাথের দশ বছরের পুত্র অভিরূপ দেবনাথের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় অভিযুক্ত ঘাতক গাড়িচালককে অবশেষে গ্রেফতার করেছে উওর জেলার পুলিশ। দুর্গাপূজার সময় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় ছোট্ট অভিরূপের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সমগ্র ধর্মনগর জুড়ে।

ধর্মনগরের স্থানীয় বাসিন্দা ও অভিরূপের পরিবারের পক্ষ থেকে একাধিকবার দাবি জানানো হয়েছিল ঘাতক চালকের কঠোর শাস্তির। অবশেষে শনিবার রাতে পুলিশ ধর্মনগর রেলস্টেশন এলাকা থেকে অভিযুক্ত সৌভিক নাথ (৩৫), পিতা চিত্তরঞ্জন নাথ, বাসিন্দা নেতাজীপাড়া, দিগলনাঘ-কে গ্রেফতার করে।জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা নং ২০২৫/ডিএমএন/০৮৭, তারিখ ০১.১০.২০২৫ অনুযায়ী ভারতীয় দণ্ডবিধি (বিএনএস-২৩) এর ধারা ২৮১/১২৫(বি)/১০৬(১) এবং মোটরযান আইন, ১৯৮৮ এর ধারা ১৮৪/১৮৭ অনুসারে মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, দীর্ঘ তদন্তের পর অবশেষে ঘাতক চালকের অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালত তাকে ২৪-১০-২৫ পর্যন্ত জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়েছে।

এদিকে অভিরূপের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন এবং এই ঘটনায় পুলিশ প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেছেন।
_____
মহাত্মা গান্ধী প্লে সেন্টারের সুবর্ণ জয়ন্তী ও দীপাবলি উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর:
রবিবার মহাত্মা গান্ধী স্কুল প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মহাত্মা গান্ধী প্লে সেন্টারের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা। এদিনের এই প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
ছোটদের মধ্যে সৃজনশীলতা ও আনন্দের পরিবেশে রঙের উৎসবে মেতে ওঠে গোটা প্রাঙ্গন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রছাত্রীরা বিভিন্ন থিমে চিত্র অঙ্কনের মাধ্যমে তাদের প্রতিভার প্রকাশ ঘটায়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মহাত্মা গান্ধী প্লে সেন্টারের সুবর্ণ জয়ন্তী ও আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে শিশুদের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের উদ্দেশ্যে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবকসহ স্থানীয় বিশিষ্টজনেরাও উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন।