আগরতলা, ১২ অক্টোবর:
রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা এক ব্যক্তির বাইকে আগুন জ্বলে ওঠায় চাঞ্চল্য ছড়াল উত্তর ব্রজপুর এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিমল সিনহা নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার শেষে ঘুমাতে যান। মধ্যরাতে হঠাৎ একটি অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় তাদের। বাইরে বেরিয়ে এসে দেখেন, বারান্দায় রাখা তার মোটরবাইকে আগুন লেগেছে। পরিবারের সদস্যরা দ্রুত জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও প্রায় ৭০ শতাংশ বাইকটি পুড়ে যায়, তবে পেট্রোলের ট্যাংকের দিকে আগুন না আসায় রক্ষা পায় পরিবারটি। নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।
ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কে বা কারা এভাবে বাইকে আগুন ধরিয়ে দিল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। শিমল সিনহা জানান, কারও সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই এবং কীভাবে বাইকে আগুন লাগলো সে সম্পর্কেও কিছুই জানেন না।

