ধর্মনগর, ১১ অক্টোবর : ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনিযুক্ত ইনচার্জ শ্রী হারগুন সিং-এর উদ্যোগে আজ উত্তর জেলা কংগ্রেস ভবনে জেলা যুব কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা, প্রদেশ সহ-সভাপতি নিরুপম দে, উত্তর জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন, উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল কান্তি নন্দী, চয়ন ভট্টাচার্যসহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ও যুব কংগ্রেস কর্মীবৃন্দ।
সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আগামী দিনের কর্মসূচি নির্ধারণ এবং যুব সমাজের নানান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইনচার্জ হারগুন সিং দলের সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সমাজ পরিবর্তনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
সভা শেষে উপস্থিত নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

