নয়া দিল্লি, ১১ অক্টোবর : বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) আজ তাদের শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে। এই উপলক্ষে দিল্লিতে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডার বাসভবনে দলের কোর কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, নিত্যানন্দ রাইসহ একাধিক শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। সূত্রের খবর, আজকের বৈঠকে আসন ভাগাভাগির পাশাপাশি প্রার্থীতালিকা নিয়েও আলোচনা হবে এবং বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।
এর আগে বিজেপির বিহার রাজ্য সভাপতি ড. দিলীপ জয়সওয়াল জানান, এনডিএ-র মধ্যে আসন বণ্টন নিয়ে একটি আনুষ্ঠানিক সমঝোতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গতকাল পাটনায় বিজেপির নির্বাচনী ইনচার্জ ধর্মেন্দ্র প্রধান ও বিহার ইনচার্জ বিনোদ তাওড়ে এনডিএ-র শরিক দল রাষ্ট্রীয় লোক মোর্চা, লোক জনশক্তি পার্টি (রামবিলাস), এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার সঙ্গে পৃথক ও যৌথ বৈঠক করেন। একইসঙ্গে দিল্লিতে এলজেপি নেতা চিরাগ পাসওয়ানের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা নিত্যানন্দ রাই।
পাটনা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি ১০১টি আসনে এবং জেডিইউ ১০২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সম্ভাবনা। বাকি ৪০টি আসন এনডিএ-র অন্যান্য শরিকদের মধ্যে বণ্টন করা হবে। বিহার বিধানসভায় মোট আসনের সংখ্যা ২৪৩।
অন্যদিকে, কংগ্রেস প্রচার কমিটির চেয়ারম্যান অখিলেশ প্রসাদ সিং জানান, মহাজোটও (গ্র্যান্ড অ্যালায়েন্স) আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে এবং শিগগিরই তার ঘোষণা করা হবে। আরজেডি তাদের পার্লামেন্টারি বোর্ডের তরফে দলের সভাপতি লালু প্রসাদ যাদবকে প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা দিয়েছে। তবে মহাজোটে আসন ভাগাভাগির ঘোষণা বিলম্বে বাম দলগুলির মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সিপিআই(এম) তাদের দুই বর্তমান বিধায়ক সত্যেন্দ্র যাদব ও অজয় কুমারকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
এই নির্বাচনে ভোট হবে দুই দফায়—প্রথম দফায় ৬ নভেম্বর ১২১টি আসনে এবং দ্বিতীয় দফায় ১১ নভেম্বর বাকি ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এনডিএ ও মহাজোট উভয় পক্ষই দ্রুত আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা করে প্রচারে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হচ্ছে। আজকের বিজেপি কোর কমিটির বৈঠকের পর এনডিএ-র তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

