নয়াদিল্লি, ৮ অক্টোবর : বুধবার প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী ও লোজপা (রামবিলাস) প্রতিষ্ঠাতা রামবিলাস পাসওয়ান-এর পুণ্যতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক ন্যায়বিচার ও জনসেবার প্রতীক হিসেবে পরিচিত এই নেতাকে স্মরণ করে মোদি লিখেছেন, “বিহারের জনপ্রিয় নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান সমাজের বঞ্চিত ও শোষিত শ্রেণির উন্নতির জন্য সারাজীবন কাজ করেছেন। রাজনীতি এবং জাতি গঠনের ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় থাকবে।”
প্রধানমন্ত্রী এই বার্তাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ পোস্ট করে বলেন, “সামাজিক ন্যায়ের প্রতীক ও জনসেবায় নিবেদিতপ্রাণ এই নেতার প্রতি আমার অন্তরঙ্গ শ্রদ্ধা।”
প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধা পোস্টের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী ও লোজপা (রামবিলাস)-এর সভাপতি চিরাগ পাসওয়ান এক্স পোস্টে লিখেছেন, “পাপাকে আপনার সুন্দর শব্দে শ্রদ্ধাঞ্জলি জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনাকে আন্তরিক ধন্যবাদ।”
চিরাগ আরও বলেন, “আজ আমার নেতা রামবিলাস পাসওয়ানের পুণ্যতিথি আমাদের দলের প্রতিটি কর্মীর কাছে এক ‘সংকল্প দিবস’। ‘বিহার ফার্স্ট, বিহারিয়ান ফার্স্ট’-এর ভাবনায় অনুপ্রাণিত হয়ে লোজপা (রামবিলাস)-এর প্রতিটি কর্মী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবে। আমাদের লক্ষ্য—বিহারকে একটি উন্নত রাজ্যে পরিণত করা।”
ভারতীয় জনতা পার্টির (ভাজপা) জাতীয় সভাপতি জে.পি. নাড্ডা-ও এক্স পোস্টে শ্রদ্ধা নিবেদন করে লেখেন, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত রামবিলাস পাসওয়ানের পুণ্যতিথিতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই। সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় তিনি তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। সামাজিক ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাঁর চিন্তা ও কর্ম চিরস্মরণীয় হয়ে থাকবে।”
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক্স পোস্টে লিখেছেন, “লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের পুণ্যতিথিতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম। তিনি ছিলেন সামাজিক ন্যায়ের প্রখর যোদ্ধা—যিনি সর্বদা বঞ্চিত, পিছিয়ে পড়া ও দলিতদের অধিকার রক্ষার জন্য লড়াই করেছেন। তাঁর দীর্ঘ জনজীবন ছিল সেবা, সংগ্রাম ও আত্মনিবেদনের প্রতীক। ভারতীয় রাজনীতিতে তিনি চিরকাল এক সংবেদনশীল ও জনপ্রিয় নেতারূপে স্মরণীয় থাকবেন।”
রাজনীতির মঞ্চে রামবিলাস পাসওয়ানের অবদান আজও ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিসরে গভীর ছাপ রেখে গেছে। পুণ্যতিথিতে দেশজুড়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রমাণ করে—তিনি আজও মানুষের হৃদয়ে অমর।

