কদমতলায় বিজেপি–সিপিএম মুখোমুখি: উত্তেজনার মাঝে সিপিএমের কর্মসূচি ভেস্তে গেল বিজেপির ধন্যবাদ র‍্যালির চাপে

কদমতলা, ৮ অক্টোবর : সম্মুখ সমরে বিজেপি- সিপিএম। বিজেপির হুঁশিয়ারীতে পিছু হটলো সিপিএম। উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় বুধবার সকালে চরম রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। শাসক দল বিজেপির হুঙ্কারে কার্যত মাঝপথে কর্মসূচি ছেড়ে পিছু হটতে বাধ্য হয় ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআই(এম)।

কদমতলা ব্লকের সামনে কালাগাঙ্গের পাড়ের জনগণের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে এদিন সকালে পথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিল সিপিআই(এম)। নির্ধারিত সময় অনুযায়ী সকাল প্রায় ১০টার দিকে রাজ্য সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন ও জহরুল হকের নেতৃত্বে কর্মী-সমর্থকরা ব্লকের সামনে সমবেত হন।অন্যদিকে একই সময়ে শাসক বিজেপি দলের তরফে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে “ধন্যবাদ র‍্যালি”-র আয়োজন করা হয়। ফলে এলাকায় দুই দলের কর্মসূচি একসঙ্গে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। এসময় সিপিআই(এম)-এর কর্মীরা অবরোধে বসার আগেই পিছন দিক থেকে বিজেপির ধন্যবাদ র‍্যালি এগিয়ে আসে।

পরিস্থিতি ঘোলাটে হতে দেখে সিপিআই(এম) নেতৃত্ব দ্রুত ঘটনাস্থল ছেড়ে কদমতলা বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। বিজেপির জেলা সভাপতি কাজল দাস, কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ ও বিদ্যাভূষণ দাসের নেতৃত্বে র‍্যালিটি বাজার অভিমুখে এগিয়ে যেতে চাইলে পুলিশ, টিএসআর ও আধাসামরিক বাহিনী ব্যারিকেড দিলেও তা কার্যত ব্যর্থ হয়।

পরে র‍্যালিটি সিপিআই(এম)-এর কার্যালয়ের সামনে পৌঁছলে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। তবে উপস্থিত পুলিশ ও আধাসামরিক বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। এসময় বিজেপি কর্মীরা সিপিআই(এম)-এর উদ্দেশে একের পর এক স্লোগান দিতে শুরু করেন এবং দশ মিনিটের মধ্যে স্থান ত্যাগের হুঁশিয়ারি দেন। শেষ পর্যন্ত চাপের মুখে কার্যত পিছু হটতে বাধ্য হন সিপিআই(এম)-এর কর্মীরা।