আগরতলা বিমানবন্দরের বাইরেই ধর্ণায় বসেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল

আগরতলা, ৮ অক্টোবর : ত্রিপুরা সফরে আসা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে অশোভন ও অগণতান্ত্রিক আচরণের অভিযোগ উঠেছে। আজ দুপুরে আগরতলা বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের নিতে আসা চারটি গাড়ির মধ্যে তিনটি গাড়িকেই ফিরিয়ে দেয় স্থানীয় প্রশাসন ও পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বিমানবন্দরের বাইরেই ধর্ণায় বসেছেন।

তৃণমূল কংগ্রেসের মুখপাত কুণাল ঘোষ বলেন, প্রশাসনের এই আচরণ পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিজেপির প্ররোচনায় ঘটানো হয়েছে। তাঁদের অভিযোগ, রাজ্যের শাসক দল বিজেপির অঙ্গুলিহেলনেই প্রশাসন এই ধরনের অসহযোগিতা করছে, যাতে বিরোধী দল কোনও রাজনৈতিক কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে। কেন্দ্রের “গভর্নেন্স মডেল” আসলে বিরোধী কণ্ঠর দমন এবং গণতন্ত্রের কণ্ঠরোধ এই ঘটনা তারই প্রতিফলন। তাঁর দাবি, এভাবে তৃনমুল কংগ্রেসকে আটকানো সম্ভব হবে না। তাঁরা পায়ে হেঁটে ঘটনাস্থলে যাবেন বলে জানালেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, শাসকদলের মদতেই এই ধরণের সন্ত্রাসমূলক কার্যকলাপ চলছে, যেখানে বিরোধী দলের দফতর ভাঙচুর, কর্মীদের উপর আক্রমণ এবং এলাকায় ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। আমরা কোনোরকম ভয় বা চাপে মাথা নত করব না। যাঁরা ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছেন, তাঁদের আমরা চিহ্নিত করব এবং জনগণের সামনে সত্যি তুলে ধরব। আমরা আমাদের ত্রিপুরার কর্মীদের পাশে আছি এবং থাকব।

এদিকে, ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।