দ্রুতগতিতে এসে উড়ালপুলে দূর্ঘটনাগ্রস্থ গাড়ি, আহত চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর: দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মেলারমাঠ উড়ালপুলের বাঁকে দুর্ঘটনাগ্রস্থ হল একটি চারচাকা গাড়ি। রবিবার সকালে ঘটে এই ঘটনা। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক নিজেই।
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির নম্বর টিআর ০১ বিজে ০৭৪৬। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে উড়ালপুলের দিকে আসছিল। বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে ধাক্কা খায় গাড়িটি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতিতেই দুর্ঘটনাটি ঘটেছে। সৌভাগ্যবশত, এতে কোনও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হননি। গাড়ির চালক অল্পবিস্তর আঘাত পেয়েছেন, তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।