নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ অক্টোবরঃ
পানিসাগর মহকুমার দেওছড়া ১ নম্বর ওয়ার্ডে শুক্রবার ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ঊনকোটি জেলার কুমারঘাট থেকে ধর্মনগরের উদ্দেশ্যে ছুটে আসছিল একটি সাদা রঙের সুইফট গাড়ি। দেওছড়া টিলাবাড়ি এলাকায় গাড়িটি অতিরিক্ত গতিতে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে গিয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চালকের বেপরোয়া গতি ও অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। সৌভাগ্যবশত, গাড়ির চালক ও যাত্রীরা প্রাণে অক্ষত রয়েছেন। বড় কোনো শারীরিক ক্ষতি না হলেও গাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎপরতা দেখিয়ে দ্রুত পুলিশকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপস্থিত পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করেন। বিধায়ক জানান, অতিরিক্ত গতির কারণে এ ধরনের দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশাসনের কাছে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করার দাবি জানান।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

