নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর:
ভারতীয় মজদুর সংঘ (বি.এম.এস.) ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে সদস্য বিপ্লব দাসকে শোকজ নোটিশ জারি করা হয়েছে। অভিযোগ, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাভঙ্গ করে তিনি উত্তর ত্রিপুরা জেলায় একটি তথাকথিত বিএমএস জেলা কমিটি গঠনে প্রত্যক্ষভাবে ভূমিকা নিয়েছেন।
প্রদেশ বিএমএস-এর সাধারণ সম্পাদক তপন কুমার দে-এর স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, গত ২৯শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় একটি নতুন “বি.এম.এস. জেলা কমিটি” গঠিত হয়েছে। উক্ত ভিডিও এবং বৈঠকের কার্যবিবরণী পর্যালোচনায় জানা যায়, কমিটির সভাপতি হিসেবে শ্রী দীপঙ্কর বিশ্বাসের নাম ঘোষণা করা হয় এবং সেই বৈঠকে শ্রী বিপ্লব দাসের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নোটিশে আরও বলা হয়েছে, সংগঠনের নির্দেশ অনুযায়ী উত্তর ত্রিপুরা জেলা বি.এম.এস.-এর প্রভারী হিসেবে দায়িত্বে আছেন সভানেত্রী দেবশ্রী কলই, প্রদেশ মহামন্ত্রী তপন কুমার দে এবং প্রদেশ বিত্ত সচিব সুজন রায়। ওইদিনই সকাল ১১টায় এক প্রেস রিলিজের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে ২৮ সদস্যবিশিষ্ট উত্তর ত্রিপুরা জেলা কমিটি ঘোষণা করেন।
তবুও একই দিনে বিপ্লব দাসের উপস্থিতিতে পৃথক কমিটি গঠন করা সংগঠনের নীতি ও শৃঙ্খলার পরিপন্থী বলে মন্তব্য করেছে প্রদেশ নেতৃত্ব। এই ঘটনার জেরে বিপ্লব দাসকে পাঁচ দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে যে, কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে না।
প্রদেশ বি.এম.এস.-এর সাধারণ সম্পাদক তপন কুমার দে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, নোটিশের প্রতিলিপি পাঠানো হয়েছে অখিল ভারতীয় মজদুর সংঘের উত্তর-পূর্ব প্রভারি গণেশ মিশ্র এবং ত্রিপুরা প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই-র নিকট অবগতির জন্য।

