গান্ধীনগর, গুজরাট, ৫ অক্টোবর : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার গুজরাটের গান্ধীনগর থেকে দেশব্যাপী ‘আপকী পুঁজি আপকা অধিকার’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষেত্রের অপ্রাপ্ত আর্থিক সম্পদের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, “এই উদ্যোগের মাধ্যমে অপ্রাপ্ত আমানত তাদের প্রকৃত দাবিদারদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আমরা চাই, জনগণ এ সম্পর্কে সচেতন হোক, যাতে উপকৃতরা সহজে সুবিধা গ্রহণ করতে পারেন। এটি আর্থিক প্রতিষ্ঠান ও দাবিদারদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি জনগণের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গুজরাটের অর্থমন্ত্রী কানুভাই দেশাই অনুষ্ঠানে এই ক্যাম্পেইনকে নাগরিক-কেন্দ্রিক শাসনের একটি মাপকাঠি হিসেবে বর্ণনা করেন। তিনি আশ্বাস দেন যে, রাজ্যের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা অপ্রাপ্ত সম্পদ দ্রুত নিষ্পত্তি করা হবে। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের আয়কর রেহাই ও জিএসটি সংস্কারের মতো নাগরিক-কেন্দ্রিক উদ্যোগগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাম্পেইনটি আগামী তিন মাসে দেশের প্রতিটি জেলায় বিস্তৃত হবে। এর মাধ্যমে ব্যাংক, বীমা সংস্থা, পেনশন ফান্ড, স্টক ও মিউচুয়াল ফান্ড কোম্পানিতে থাকা অপ্রাপ্ত সম্পদের সহজ ও দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা হবে। বর্তমানে দেশে ১ লাখ ৮২ হাজার কোটি টাকা মূল্যের অপ্রাপ্ত সম্পদ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে।
অনুষ্ঠানের সময় অনেক দাবিদারকে তাদের অপ্রাপ্ত সম্পদ পুনরুদ্ধারের প্রমাণস্বরূপ সার্টিফিকেটও প্রদান করা হয়েছে।

