গুরুত্বপূর্ণ কাজ”: কলোম্বিয়ায় সফলতার জন্য ভারতীয় কোম্পানিগুলোকে অভিনন্দন রাহুল গান্ধীর

নয়াদিল্লি/মেডেলিন : সংসদে দলীয় নেতা রাহুল গান্ধী শুক্রবার ভারতের দুই-চাকার উৎপাদক সংস্থা বাজাজ, হিরো ও টিভিএস-এর কলোম্বিয়ায় দৃঢ় পারফরমেন্সের প্রশংসা করেন। তিনি বলেছিলেন, “গর্বিত যে বাজাজ, হিরো ও টিভিএস কলোম্বিয়ায় এত ভালো করছে। এ থেকে বোঝা যায়, ভারতীয় সংস্থাগুলো ‘সেটেলরদের খেলা’ নয়, উদ্ভাবন এর জোরে জয়ী হতে পারে — সাফল্য লাভের পথ হল উদ্ভাবন, না যে কিছু লোকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ।

গান্ধীর এই মন্তব্য এসেছে তাঁর চলমান দক্ষিণ আমেরিকা সফরের সময়, যেখানে তিনি ভারতীয় প্রবাসী, শিক্ষার্থী ও একাডেমিকদের সঙ্গে যোগাযোগ করছেন।

মেডেলিনে ইআইএ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “ দ্যা ফিউচার ইস টুডে শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত সক্ষমতা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তার দৃঢ় বিশ্বাস রয়েছে। তবে তিনি সতর্ক করেন যে, যদি ভারতের গণতান্ত্রিক কাঠামো ধীরে ধীরে ঘনায়নের দিকে চলে যায় এবং কিছু শক্তিশালী গোষ্ঠীর স্বার্থে নির্দিষ্ট সংস্থাগুলোর মধ্যেই সব সুবিধা সীমিত হয়, তাহলে তা বড় ঝুঁকি হিসেবে দাঁড়াবে।