গজপতিতে ভূমিধসের পর মহেন্দ্রগিরি পাহাড় থেকে ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার

ভুবনেশ্বর, ৩ অক্টোবর : গজপতি জেলার মহেন্দ্রগিরি পাহাড়ে আটকে পড়া ২৪ জন পর্যটককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। একটি নিম্নচাপ জনিত প্রবল বৃষ্টির কারণে ওই পর্যটকরা পাহাড়ে আটকে পড়েছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই দলটি ভ্রমণের উদ্দেশ্যে মহেন্দ্রগিরি পাহাড়ে গিয়েছিলেন। তবে আকস্মিক আবহাওয়াগত অবনতি ও টানা বৃষ্টির ফলে ভূমিধসের সৃষ্টি হয় এবং পাহাড়ের রাস্তা বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে জেলা প্রশাসন মধ্যরাতে উদ্ধার অভিযান চালায়। জেসিবি (JCB) মেশিনের সাহায্যে ধ্বংসাবশেষ পরিষ্কার করে রাস্তা খুলে পর্যটকদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। উদ্ধার হওয়ার পর, তাঁদের একটি ইকো-রিসর্টে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে পর্যাপ্ত সহায়তা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।

এদিকে, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খনিজ ও ইস্পাত মন্ত্রী বিভূতি জেনাকে গজপতি জেলায় পাঠানোর নির্দেশ দিয়েছেন, যাতে তিনি ত্রাণ কার্যক্রম তদারকি করতে পারেন।

এছাড়াও, মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ কমিশনারকে নির্দেশ দিয়েছেন, যাতে বৃষ্টিপ্রবণ অঞ্চলে অবিলম্বে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া যায়।

উল্লেখ্য, দক্ষিণ ওড়িশার একাধিক এলাকায় নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। বিশেষ করে গজপতি জেলায় একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।