ত্রি-সেনার সর্ব-মহিলা ‘সমুদ্র প্রদক্ষিণা’ অভিযানের ঐতিহাসিক সাফল্য, ভারতীয় দল পার করল বিষুবরেখা

নয়াদিল্লি, ১ অক্টোবর :
বিশ্বের প্রথম ঐতিহাসিক উদ্যোগ হিসেবে ভারতের তিন বাহিনীর সর্ব-মহিলা সমুদ্রযাত্রা অভিযান ‘সমুদ্র প্রদক্ষিণা’ বড় সাফল্য অর্জন করেছে। দলটি শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করার পর এবার বিষুবরেখা পার করে ইতিহাস গড়েছে। ভারতীয় সেনা জানিয়েছে, প্রতিটি সমুদ্র মাইল সাহস, সহনশীলতা ও নারীশক্তির প্রতীক এবং এটি ভারতের চেতনাকে মহাসাগর পেরিয়ে বিশ্বে পৌঁছে দিচ্ছে।

ভারতীয় সেনার ক্রীড়া ও অ্যাডভেঞ্চার ইউনিট এক্স প্ল্যাটফর্মে লিখেছে— “সমুদ্র প্রদক্ষিণা সীমারেখার বাইরে সাহসের প্রতীক, ত্রি-সেনা সংহতি ও আত্মনির্ভর ভারতের প্রতিচ্ছবি। ১১ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রী গর্বের সঙ্গে এ অভিযানের সূচনা করেছিলেন। সর্ব-মহিলা নৌ-দল শ্রীলঙ্কার উপকূল পেরিয়ে এবার বিষুবরেখা ছুঁয়ে এক নতুন ইতিহাস লিখেছে।”

১০ সদস্যের অভিযাত্রী দলটির নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল অনুজা বরুডকর ও স্কোয়াড্রন লিডার শ্রদ্ধা পি রাজু। তাদের সঙ্গে রয়েছেন মেজর করমজিৎ কৌর, মেজর ওমিতা দালভি, ক্যাপ্টেন প্রাজক্তা পি নিকম, ক্যাপ্টেন দৌলি বুটোলা, লেফটেন্যান্ট কমান্ডার প্রিয়াঙ্কা গুসাইঁ, উইং কমান্ডার বিভা সিং, স্কোয়াড্রন লিডার আরুভি জয়দেব ও স্কোয়াড্রন লিডার বৈশালী ভাণ্ডারি।

দলটি তিন বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছে। ক্লাস-বি জাহাজে ছোট ছোট উপকূলীয় অভিযান দিয়ে শুরু করে তারা ২০২৪ সালে ক্লাস-এ নৌকা আইএএসভি ত্রিবেণী-তে পৌঁছায়। এর আগে মুম্বই থেকে সেশেলস এবং প্রত্যাবর্তনের ঐতিহাসিক আন্তর্জাতিক সমুদ্রযাত্রা তাদের দক্ষতা, সহনশীলতা ও আত্মনির্ভরতা প্রমাণ করেছে।

সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে দক্ষিণ মহাসাগরে কেপ হর্ন অতিক্রম করা। সেখানে বিশাল ঢেউ, হিমেল ঝড়ো হাওয়া ও অনিশ্চিত ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে হবে। সাধারণত নাবিকরা ৪ ঘণ্টা পালা করে কাজ ও বিশ্রাম করেন। এই সময়ে পাল তোলা, নৌচালনা, রক্ষণাবেক্ষণ থেকে রান্না পর্যন্ত সবই সামলাতে হয়। ঘুমের অভাব ও প্রতিকূল আবহাওয়াও বড় চ্যালেঞ্জ হবে।

অভিযান চলাকালীন, দলটি জাতীয় সমুদ্রবিজ্ঞান প্রতিষ্ঠান-এর সঙ্গে যৌথভাবে বৈজ্ঞানিক গবেষণা করবে। এর মধ্যে রয়েছে সমুদ্রে মাইক্রোপ্লাস্টিকের অধ্যয়ন, সামুদ্রিক জীবনের নথিবদ্ধকরণ এবং সমুদ্রের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি।

উল্লেখযোগ্য যে, ১৯৬৯ সালে ব্রিটেনের স্যার রবিন নক্স-জনস্টন প্রথম ব্যক্তি হিসেবে নিরবচ্ছিন্ন একক পরিক্রমা সম্পন্ন করেন। ভারতে ক্যাপ্টেন দিলীপ দোন্দে (অবসরপ্রাপ্ত) ২০০৯-১০ সালে প্রথম একক পরিক্রমা করেন এবং কমান্ডার অভিলাষ টমি (অবসরপ্রাপ্ত) ২০১২-১৩ সালে প্রথম নিরবচ্ছিন্ন একক পরিক্রমা সম্পন্ন করেন। এছাড়া ভারতীয় নৌবাহিনীর আইএনএসভি তারিণী-তে নাভিকা সাগর পরিক্রমা (২০১৭-১৮) ও নাভিকা সাগর পরিক্রমা-II (২০২৪-২৫) পূর্ববর্তী সফল সর্ব-মহিলা অভিযানের নজির স্থাপন করেছে।