মহানবমীতে দুর্গাবাড়িতে পূজার্চনায় সাংসদ রাজীব

আগরতলা, ১ অক্টোবর : আজ মহানবমীর পুণ্যলগ্নে আগরতলার ঐতিহাসিক দুর্গাবাড়িতে স্বপরিবারে উপস্থিত হয়ে দেবী দুর্গার আশীর্বাদ গ্রহণ করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য। দেবী আরাধনার এই শুভক্ষণে মন্দির প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভক্তসমাগমে মুখরিত।

দেবী মহাগৌরী রূপে আজ মহিষাসুরমর্দিনীর পুজো অনুষ্ঠিত হয়। পূজার্চনার পর দেবীর চরণে প্রার্থনা জানিয়ে সাংসদ রাজীব বলেন, এই পবিত্র দিনে মা দুর্গার চরণে প্রার্থনা করি—তিনি যেন সারা বিশ্বের মঙ্গল ও মানবজাতির কল্যাণ সাধন করেন।

দুর্গাবাড়ি মন্দিরে এদিন সকাল থেকেই চলে মহানবমীর বিশেষ পুজো, চণ্ডীপাঠ, অঞ্জলি ও প্রসাদ বিতরণ। নবমীর এই মহামুহূর্তে রাজ্যবাসীর পাশাপাশি বহু দর্শনার্থীও ভিড় জমান আগরতলা দুর্গাবাড়িতে। সার্বিকভাবে পূজোকে কেন্দ্র করে উৎসবের আবহে মাতোয়ারা গোটা শহর।