তাশকন্দ, ১ অক্টোবর: ভারত ও উজবেকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদবিরোধী যৌথ ওয়ার্কিং গ্রুপের নবম বৈঠক মঙ্গলবার তাশকন্দে অনুষ্ঠিত হয়। বৈঠকের যৌথ সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সন্ত্রাসবিরোধী সেল) ড. বিনোদ জে. বহাদে এবং উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিভাগের প্রধান গুলোমজোন পিরিমকুলভ।
বৈঠকে উভয় পক্ষ বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলির হুমকি নিয়ে আলোচনা করে। পাশাপাশি উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ, সন্ত্রাসের অর্থায়নে নিয়ন্ত্রণ, প্রযুক্তির অপব্যবহার রোধ, সংগঠিত আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাসবাদের যোগসূত্র এবং সন্ত্রাসীদের আন্তঃদেশীয় চলাচল ইত্যাদি বিষয়ে মতবিনিময় হয়।
ভারত ও উজবেকিস্তান উভয়ই ২২ এপ্রিল ২০২৫-এ জম্মু-কাশ্মীরের পাহলগামে নিরীহ নাগরিকদের ওপর সংঘটিত জঙ্গি হামলার তীব্র নিন্দা জানায়। দুই দেশ তথ্য আদান-প্রদান, সক্ষমতা বৃদ্ধি ও শ্রেষ্ঠ প্রয়োগপদ্ধতি ভাগ করে নেওয়ার মাধ্যমে সহযোগিতা জোরদারের ওপর জোর দেয়।
এছাড়াও, জাতিসংঘ, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন–রিজিওনাল অ্যান্টি-টেররিস্ট স্ট্রাকচার (SCO-RATS) এবং ইউরেশিয়ান গ্রুপ (EAG)-এর মতো বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা আরও মজবুত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
শেষে উভয় দেশ সিদ্ধান্ত নিয়েছে, ভারত-উজবেকিস্তান সন্ত্রাসবাদবিরোধী যৌথ ওয়ার্কিং গ্রুপের পরবর্তী বৈঠক পারস্পরিক সম্মত তারিখে ভারতে অনুষ্ঠিত হবে।

