স্টেশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা, পুলিশের অভিযান, উদ্ধার বিলেতি মদ ও নেশাজাতীয় সামগ্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শারদোৎসবের আনন্দের মাঝে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটল আগরতলার নতুন বাজার এলাকায়। মহাসপ্তমীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ অভিযান চালায় নতুন বাজারের বিকাশ দেবনাথ নামক এক ব্যক্তির মালিকানাধীন স্টেশনারি দোকানে। দোকানের আড়ালে চলছিল বেআইনি মাদক ও মদ ব্যবসা। পুলিশ অভিযানে উদ্ধার করেছে বিপুল পরিমাণ বিলেতি মদ, নেশাজাতীয় দ্রব্য এবং কিছু নগদ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই দোকান নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ছিল। যদিও বাইরে থেকে দোকানটি একটি সাধারণ স্টেশনারি ও কনফেকশনারি দোকানের মতোই দেখায়, কিন্তু রাতের অন্ধকারে এখানে চলত বেআইনি কার্যকলাপ।

গোপন সূত্রে খবর পেয়ে ২৯ সেপ্টেম্বর রাত প্রায় ১টা নাগাদ বিশালগড় থানার পুলিশ একটি বিশেষ অভিযানে দোকানে হানা দেয়। তবে পুলিশ পৌঁছনোর আগেই দোকানের মালিক বিকাশ দেবনাথ গা ঢাকা দেয়। ধারণা করা হচ্ছে, পুলিশের আগমন সংক্রান্ত আগাম খবর সে কোনওভাবে পেয়ে যায়। পুলিশ অভিযানে উদ্ধার করেছে বিপুল পরিমাণ বিলেতি মদ, নেশাজাতীয় দ্রব্য এবং কিছু নগদ টাকা।

আগামী দিনে এমন আরও বেআইনি ব্যবসার বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করছে প্রশাসন। উৎসবের আবহে নিরাপত্তা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে নতুন বাজার ও আশপাশের এলাকায়।