ভাজপা-র বর্ষীয়ান নেতা বিজয় কুমার মালহোত্রার প্রয়াণ, প্রধানমন্ত্রীসহ দলের নেতাদের শোকপ্রকাশ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বরঃ
ভারতীয় জনতা পার্টির (ভাজপা) বর্ষীয়ান নেতা বিজয় কুমার মালহোত্রা মঙ্গলবার সকালে দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ডিসেম্বর ১৯৩১-এ লাহোরে জন্ম নেওয়া মালহোত্রা দিল্লি থেকে পাঁচবার সাংসদ ও দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি দিল্লি জনসংঘের সভাপতি ছিলেন। পরবর্তীতে দু’বার বিজেপি-র দিল্লি প্রদেশ সভাপতি পদে দায়িত্ব পালন করেন (১৯৭৭–৮০ ও ১৯৮০–৮৪)।

এইমসের পক্ষ থেকে জারি এক বিবৃতিতে বলা হয়েছে, “৯৩ বছর বয়সি বিজেপি নেতা বিজয় কুমার মালহোত্রাকে নয়াদিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল। ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর সকালে তাঁর মৃত্যু হয়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “জীবনব্যাপী জনসেবায় নিবেদিত বিজেপি-র বর্ষীয়ান নেতা বিজয় কুমার মালহোত্রার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ভূমির সঙ্গে যুক্ত এক নেতা, যাঁর জনগণের সমস্যা সম্পর্কে গভীর বোধ ছিল। দিল্লিতে দলকে শক্তিশালী করতে তাঁর অবদান অনন্য।”

মোদি আরও লেখেন, “সংসদে তাঁর সক্রিয়তা ও অবদান সর্বদা স্মরণীয় থাকবে। শোকের এই সময়ে আমি তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ওঁ শান্তি!”

দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন, “ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা ও দিল্লি বিজেপির প্রথম সভাপতি অধ্যাপক বিজয় কুমার মালহোত্রার আজ সকালেই প্রয়াণ হয়েছে। তিনি ছিলেন ৯৪ বছর বয়সি। তাঁর জীবন ছিল এক অনন্য উদাহরণ, যা সরলতা ও জনসেবার প্রতি অঙ্গীকারে ভরপুর। জনসংঘের সময় থেকেই তিনি আরএসএসের ভাবধারা প্রচারে কাজ করেছেন।”

সচদেবা আরও বলেন, “মালহোত্রাজির জীবন সবসময় বিজেপি কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

দিল্লি বিজেপি জানিয়েছে, কেদারনাথ সাহনি ও মদনলাল খুরানার সঙ্গে রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। দীর্ঘদিন ধরে দিল্লিতে বিজেপিকে শক্তিশালী করার কৃতিত্ব তাঁর।

দলীয় সূত্রে বলা হয়েছে, মালহোত্রার সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে, যখন তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে বিপুল ব্যবধানে পরাজিত করেছিলেন। তিনি গত ৪৫ বছরে দিল্লি থেকে পাঁচবার সাংসদ ও দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। ফলে রাজধানীতে বিজেপি-র সবচেয়ে বর্ষীয়ান নেতাদের মধ্যে তিনি অন্যতম হিসাবে বিবেচিত।