কৃষ্ণপুরে জনজাতি পাড়ায় ‘মন কি বাত’ শোনেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ২৮ সেপ্টেম্বরঃ
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানকে কেন্দ্র করে খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিলাই হাম রিয়াং পাড়ায় বিশেষ আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীকে শোনেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবারই সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারের কথা তুলে ধরেছেন, যা বিশেষত গ্রামীণ ও জনজাতি সমাজের আস্থা আরও সুদৃঢ় করেছে। তাঁর কথায়, কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক পদক্ষেপে মানুষের আস্থা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়া সহ বিজেপির একাধিক নেতৃত্ব। স্থানীয় জনগণও ব্যাপক উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে যোগ দেন।