আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তীব্র পানীয় জলের সংকটের প্রতিবাদে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত রাহুমছড়া এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় সড়কে বিক্ষোভে ফেটে পড়ে শতাধিক এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছিলেন স্থানীয়রা, বারবার প্রশাসনের দ্বারে গিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। আজ সকালে জাতীয় সড়কে অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে যাত্রী ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়।
এবিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে রাহুমছড়া ও আশেপাশের গ্রামগুলিতে পানীয় জলের মারাত্মক সংকট দেখা দিয়েছে। এলাকায় সরকারি নলকূপগুলি অকার্যকর, বেশিরভাগ সময়েই ট্যাঙ্কার করে জল সরবরাহ হয় না। এই সমস্যার কারণে নারী ও শিশুদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই মাইলের পর মাইল হেঁটে জল আনতে বাধ্য হচ্ছেন, যা অত্যন্ত কষ্টকর।
এদিকে, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। পুলিশ আশ্বাস দিয়েছে,দ্রুত বিকল্প পানীয় জলের ব্যবস্থা করা হবে এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

