আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় আজ তেলিয়ামুড়ার কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ও পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা প্রমুখ।
অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে মূল্যবান আলোচনা করেন সহকারি সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস এবং তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি অধ্যক্ষ শেফাল চন্দ্র দাস। অনুষ্ঠানে ওপেন ক্যুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সিনিয়র ইনফরমেশন অফিসার মিঠন দত্ত।

