অসম রাইফেলস বাহিনীর ওপর অতর্কিত হামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার মণিপুরে

ইমফল, ২৫ সেপ্টেম্বর: মণিপুরে নিরাপত্তাবাহিনীর ওপর হওয়া ১৯ সেপ্টেম্বরের প্রাণঘাতী অতর্কিত হামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল যৌথ বাহিনী। এই হামলায় অসম রাইফেলসের দুই জওয়ান শহিদ হয়েছিলেন, আহত হয়েছিলেন আরও পাঁচজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাত ১টা নাগাদ ইমফল পশ্চিম জেলার কামেং এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় ইমফল ও বিষ্ণুপুর জেলার পুলিশ, ৩৩ অসম রাইফেলস ও অন্যান্য নিরাপত্তাবাহিনীর সদস্যরা। অভিযানে গ্রেপ্তার করা হয় খোমদ্রাম ওজিত সিং ওরফে কেইলাল (৪৭)। তিনি নিষিদ্ধ বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মি -র সদস্য বলে স্বীকার করেছেন। জানা গেছে, ২০০৭ সালের এপ্রিলে তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমানে জামিনে ছিলেন।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ওজিত স্বীকার করেছেন যে, ১৯ সেপ্টেম্বর বিকেল ৫:৩০টা নাগাদ বিষ্ণুপুর জেলার নামবোল সাবাল লাইকাই এলাকায় ৩৩ অসম রাইফেলস-এর কনভয়ের ওপর সরাসরি হামলায় তিনি জড়িত ছিলেন। ঘটনার পর তিনি ও তার সহযোগীরা লোকতাক লেকের দিকে পালিয়ে যান এবং অস্ত্র লুকিয়ে রাখেন।

তার স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপত্তাবাহিনী একটি গোপন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি এ৪ রাইফেল, যার সঙ্গে ছিল ৪টি ম্যাগাজিন; একটি এইচকে রাইফেল (২টি ম্যাগাজিন সহ); ২টি একে রাইফেল (৫টি ম্যাগাজিন সহ); এবং একটি ইনসাস রাইফেল, যার সঙ্গে ছিল ৩টি ম্যাগাজিন। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৩টি ল্যাথোড শেল, ১৭০ রাউন্ড একে গোলাবারুদ, ২১৬ রাউন্ড এম-১৬ গোলাবারুদ এবং ৬৭ রাউন্ড ইনসাস গোলাবারুদ। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং একটি আধার কার্ডও উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, গ্রেপ্তারকৃত ওজিত সিং বর্তমানে আরও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি অভিযুক্তদের শনাক্ত করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

মণিপুর পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার সঙ্গে যুক্ত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় না আনা পর্যন্ত অভিযান চলবে। নিরাপত্তা বাহিনীর এই পদক্ষেপকে সন্ত্রাস দমনে এক বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন।