নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানকে সামনে রেখে দেশের নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি এই উদ্যোগকে জাতীয় গর্ব ও সম্মিলিত দায়িত্ববোধের প্রতীক হিসেবে বর্ণনা করেন।
এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “এই পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আমি আরও বেশি মানুষকে এই ক্যাম্পেইনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাই, যাতে একে সফল করে তোলা যায়।”
এই আহ্বানের প্রেক্ষিতে, দিল্লিতে বিজেপির একাধিক নেতা রাস্তায় নেমে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এই কর্মসূচি দিল্লি সরকারের ‘সেবা পক্ষওয়াড়া’-র অংশ, যা ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ে সমাজসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি সংগঠিত হচ্ছে।
এই অভিযানের অংশ হিসেবে দিল্লি বিজেপি রাজধানীর ৭১টি স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালায়, যেখানে মূলত ফ্লাইওভারের আশেপাশের এলাকা পরিষ্কার করা হয়।
দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা রোজ গার্ডেন, আইটিও ফ্লাইওভার বাসস্টপ ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি কর্মী, জন নির্মাণ দপ্তরের কর্মী ও পৌরসংস্থার কর্মীরা।
এছাড়াও, পৌর কাউন্সিলর রামকিশোর শর্মা ও উত্তর-পূর্ব জেলার বিজেপি সভাপতি ইউ.কে. চৌধুরী এই অভিযানে অংশ নেন। সচদেবা বলেন, “দিল্লিকে সুন্দর করে গড়ে তুলতে নিয়মিত ও স্থায়ী প্রচেষ্টা দরকার। একদিনের অভিযান যথেষ্ট নয়—পরিচ্ছন্নতা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে এবং সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”
সদরজঙ্গ-সরোজিনী নগর ফ্লাইওভারের নিচেও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দিল্লি বিজেপির মিডিয়া প্রধান প্রবীণ শঙ্কর কাপুর, দক্ষিণ দিল্লি জেলার সভাপতি মায়া বিশ্ট এবং পৌর কাউন্সিলর অরুণ ভাটি।
রাজঘাট এলাকায় বিজেপির সংগঠন সম্পাদক পবন রানা, পৌর কাউন্সিলর সন্দীপ কাপুর ও রাজ্য মুখপাত্র ইয়াসির জিলানি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন দলের কর্মী ও পৌর কর্মচারীরা।
প্রধানমন্ত্রীর আহ্বানে রাজধানীজুড়ে এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন দিল্লি বিজেপি নেতারা।

