নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার আগরতলার ৩৩ ও ৩৯ নম্বর ওয়ার্ডের মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মা ও বোনেরা হলেন মা দুর্গার রূপ। প্রতিটি মানুষ শান্তিতে থাকতে চায়, এবং রাজ্য সরকার মাঝে মাঝে রাজ্যের জনগণের শান্তি বজায় রাখতে তার ক্ষমতা ব্যবহার করে। তবে কিছু মানুষ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, যা সরকার কখনো সহ্য করবে না।”
ডাঃ সাহা আরও জানান, “নবরাত্রি শুরু হয়েছে এবং আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতাবাড়িতে দুর্গাপূজা দিতে আসবেন। ত্রিপুরা সুন্দরী মন্দিরের সৌন্দর্যায়নের জন্য প্রায় ৫২ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করবেন। এটি আমাদের জন্য সত্যিই আনন্দের দিন।”

