দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি নাহিদ ইসলামের

জাকির হোসেন, ঢাকা, ২১ সেপ্টেম্বর: ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত’—রবিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ সাক্ষ্য শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, ‘যেহেতু শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে মানুষ হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই রাজনৈতিকভাবে এটি আওয়ামী লীগের অপরাধ। আমরা ট্রাইব্যুনালে আবেদন করব।’
ট্রাইব্যুনালের মুখ্য প্রসিকিউটর তাজুল ইসলামও একমত হয়ে বলেন, ‘আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে। আদালতে আসা প্রমাণে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন—যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ১৪ দলীয় জোটের সম্পৃক্ততা স্পষ্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নসহ বিষয়টি আমরা বিবেচনা করব।’
নাহিদের দাবি, জুলাই অভ্যুত্থান ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন। ‘দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল না। জনগণ জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল। শেখ হাসিনা দেশ ছেড়েছেন কেবল বিচারের ভয়ে,’ বলেন তিনি।
আদালতে তিনি আরও জানান, ‘ব্যক্তিগত কারণে নয়, জাতির পক্ষ থেকে সাক্ষ্য দিতে এসেছি। জুলাই–আগস্টের হত্যাকাণ্ডের আসামিদের কঠোর শাস্তি দিতে হবে।’