ফটিকরায়, ১৯ সেপ্টেম্বর : ধর্মের ষাড় কেটে মাংস বিক্রি করার অভিযোগে আটক করা হল চারজনকে। ফটিকরায় থানাধীন গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের নদিয়াপুর এলাকায় মহাদেবের সাড় কেটে বিক্রি করার অভিযোগে এলাকায় তীব্রতা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। এই ঘটনা খবর চাউর হতেই ঘটনাস্থলে পুলিশ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পৌঁছায়।
এই কান্ডে চারজন অভিযুক্তকে ফটিকরায় থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্তরা হল, মহেন্দ্র রিয়াং (৪২), মন্দিরাম রিয়াং (৩৬), করজোরাম রিয়াং (৩৬),জয়ন্ত রিয়াং (৩২)। পুলিশ বর্তমানে তাদেরকে জিজ্ঞাসা বাদ চালিয়ে যাচ্ছে।

