আগরতলা, ১৮ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিতে সরব হয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ। আজ একাধিক দাবিতে আগরতলা সিআইটিইউ -র পক্ষ থেকে শ্রম দপ্তরের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন নেতৃত্বরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক দে বলেন, সিআইটিইউ-র পক্ষ থেকে ইতিপূর্বে আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের অন্ততঃ ১৫ দিন পূর্বে সমস্ত শ্রমক্ষেত্রের শ্রমিকদের বোনাস মিটিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য লিখিত ভাবে দাবী জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশীর ভাগ শ্রমক্ষেত্রেই উৎসবের ১০ দিন পূর্বে নির্ধারিত হারে বোনা মিটিয়ে দেওয়ার জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু, আজ পর্যন্ত কোন মালিক পক্ষ চুক্তিমত শ্রমিকদের বোনাস মিটিয়ে দিতে কোন প্রকার উদ্যোগ গ্রহন করেছে বলে আমাদের জানা নেই। তাই সংগঠনের পক্ষ থেকে মহকুমা সমূহেও এই বিষয়ে শ্রম দপ্তর সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে ও করছে। এই বিষয়ে, বিশেষ করে শ্রমদপ্তর কর্তৃপক্ষের কোন ভূমিকা পরিলক্ষিত হচ্ছেনা।
তিনি আরও বলেন, বিগত বছর গুলিতে লক্ষ্য করা গেছে, অনেক মালিক পক্ষ শ্রমিকদের বোনাস একেবারেই দেয়নি। আবার অনেকে চুক্তি পত্রের কোন তোয়াক্কা না করেই নিজেদের খুশিমত পরিমানে দিয়েছেন। কাজ হারানোর ভয়ে শ্রমিকগন এর প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। বিষয়টি সম্পর্কে শ্রম দপ্তরেরও অজানা থাকার কথা নয়।
দ্বিতীয়ত, সারা রাজ্যে ব্লক কতৃপক্ষ এবং আগরতলা পৌর নিগম সহ অন্যান্য পৌর সংস্থা গুলি রেগা ও টুয়েপ শ্রমিকদের যৎ-সামান্য কাজ দিয়েছেন, কাজ করিয়েছেন তার মজুরীও দেওয়া হচ্ছেনা।
এমতাবস্থায়, শ্রমিকদের অর্জিত অধিকার রক্ষার স্বার্থে, চুক্তির শর্ত অনুযায়ী যথাসময়ে বোনাস মিটিয়ে দেওয়ার প্রশ্নে শ্রমদপ্তরের কার্যকর পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি, টুয়েপ ও রেগা শ্রমিকদের কাজের মজুরী দুর্গোৎসবের পূর্বেই মিটিয়ে দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দানের অনুরোধ জানিয়েছেন।

