নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার মধ্যপ্রদেশের ধর-এ এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযান ‘অপারেশন সিন্দূর’-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তানি জঙ্গিরা ভারতের মা-বোনদের সিঁদুর মুছে দিয়েছিল, আর তারই জবাবে ভারত অপারেশন সিন্দূর চালিয়ে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী দাবি করেন, “আমাদের সাহসী সেনাবাহিনী চোখের পলকে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে।” তিনি আরও বলেন, এটি সেই “নতুন ভারত” যে পরমাণু হুমকির ভয় করে না, বরং শত্রুর ঘরে ঢুকে জবাব দিতে জানে।
প্রধানমন্ত্রী একটি ভাইরাল ভিডিওর প্রসঙ্গ টেনে বলেন, “গতকাল দেশ ও বিশ্ব দেখেছে, এক পাকিস্তানি জঙ্গি কীভাবে কাঁদতে কাঁদতে তার দুর্দশার কথা বলেছে।” যদিও তিনি কোন জঙ্গি গোষ্ঠীর নাম নেননি, তবে সূত্র অনুসারে, ওই ভিডিওতে জইশ-ই-মোহাম্মদ-এর এক শীর্ষ জঙ্গিকে দেখা গেছে, যিনি স্বীকার করেছেন যে ৭ মে পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ-এর সদর দফতরে চালানো অভিযানে মসুদ আজহারের পরিবারের সদস্যরা হতাহত হয়েছেন। এই অভিযানটি ছিল ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহালগামে জঙ্গি হামলার প্রত্যুত্তর, যেখানে একাধিক ভারতীয় জওয়ান শহীদ হন।
এই সভা থেকে নিজের ৭৫তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি ‘সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান’-এর সূচনা করেন। সেই সঙ্গে তিনি উদ্বোধন করেন ‘অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাহ’, ‘আদি সেবা পর্ব’, এবং শিলান্যাস করেন ভারতের বৃহত্তম একত্রিত বস্ত্র পার্ক ‘পিএম মিত্র পার্ক’-এর, যা ভৈনসোলা গ্রামে গড়ে উঠবে। তিনি বলেন, “বিশ্বকর্মা জয়ন্তীর দিনে দেশের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কের শিলান্যাস হল। এটি কৃষকদের ন্যায্য মূল্য দেবে, মহিলাদের এবং যুবসমাজের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”
পিএম মিত্র পার্ক তৈরি হচ্ছে সরকারের 5F ভিশনের অধীনে — ফাইবার ফার্ম থেকে ফাইবার, ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে ফ্যাশন, এবং ফ্যাশন থেকে ফরেন। ইতিমধ্যেই ২৩,১৪০ কোটিরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে, এবং এটি থেকে প্রায় ৩ লক্ষ কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই পার্ক ভারতের টেক্সটাইল শিল্পে এক নতুন দিগন্ত খুলে দেবে এবং রপ্তানির মাধ্যমে বিশ্ববাজারে ভারতের অবস্থান আরও মজবুত করবে।

