তিরুপতিতে নারী ক্ষমতায়ন বিষয়ক জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা

তিরুপতি, অন্ধ্রপ্রদেশ, ১৪ সেপ্টেম্বর:
আজ অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরে শুরু হলো দুই দিনব্যাপী “সংসদীয় ও বিধানসভা কমিটির নারী ক্ষমতায়ন বিষয়ক জাতীয় সম্মেলন”। এই সম্মেলনের উদ্বোধন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রদর্শনীর শুভ সূচনা করেন এবং একটি স্মরণিকা প্রকাশ করেন।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার স্পিকার বলেন, “দেশের সার্বিক অগ্রগতি তখনই সম্ভব, যখন নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।” তিনি জানান, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে নারীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, সংসদে ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের আইন ইতিমধ্যেই প্রণীত হয়েছে, যা নারী নেতৃত্বের প্রসারে এক ঐতিহাসিক পদক্ষেপ। এই আইন নারীদের রাজনৈতিক অংশগ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সম্মেলনের মাধ্যমে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে সংসদীয় ও বিধানসভা কমিটিগুলোর ভূমিকা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সম্মেলনে বিভিন্ন রাজ্যের বিধানসভা কমিটির সদস্য, নীতি নির্ধারক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্মেলন দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নের চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।