আগরতলা, ১২ সেপ্টেম্বর: সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে শুক্রবার সকালে সিপিআইএম এবং সংশ্লিষ্ট গণসংগঠনগুলির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দলের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস। এদিন বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীরা একত্রিত হয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শে চলার শপথ নেন।
সিপিআইএম কাঠালিয়া অঞ্চল অফিস প্রাঙ্গনে এদিন সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালিত হয়। সেখানে প্রবীণ নেতা ও কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। নেতৃবৃন্দ একে একে প্রয়াত নেতার প্রতিকৃতিতে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন সিপিআইএম কাঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ, নেতৃত্ব ননী পাল, আব্দুর রহিম, চয়ন পাল, পল্টন দে-সহ অন্যান্য বহু জনসংগঠনের কর্মী।
একইভাবে, সিপিআইএম রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগেও পালিত হয় প্রয়াণ দিবস। সেখানেও দলীয় কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে নেতৃত্ব দেন অঞ্চল সম্পাদক মিজান মিয়া, মহকুমা কমিটির সদস্য মোঃ হানিফ, এছাড়া শানু মিয়া, সাইফুল বসাক, শাহজাল মিয়া, আব্দুল হক-সহ আরও অনেকেই।

