ইমফল, ১০ সেপ্টেম্বর : মণিপুর পুলিশের ধারাবাহিক অভিযান চলাকালীন ৯ সেপ্টেম্বর থোবাল জেলায় এক মহিলাকে নিষিদ্ধ ওষুধসহ গ্রেফতার করা হয়েছে। ধৃত রুহিনা (৩৫), থোবাল থানার অধীনে সংগাইউমফাম চেরাপুর মাথাক লাইকাইয়ের বাসিন্দা। তাঁর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ১২০টি এসএএমপিএফএক্স+ ক্যাপসুল, ২৯ বোতল টাসরেক্স-টিআর কফ সিরাপ, ৮টি খালি বাক্স (যা লুকানোর কাজে ব্যবহৃত হত), এবং বেশ কয়েকটি পরিচয়পত্র। সমস্ত সামগ্রী তদন্তের জন্য জব্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে ইমফল পশ্চিম জেলার উত্তর এওসি এলাকায় এক যুবককে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ২২ বছরের বাংকিন ওইনাম, হেইংগাং মায়াই লাইকাই এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ৬.৯৫৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উভয় ঘটনাই বর্তমানে তদন্তাধীন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যে নিষিদ্ধ মাদক ও চোরাচালান রুখতে অভিযান অব্যাহত থাকবে।
এর পাশাপাশি, ৮ সেপ্টেম্বর ইমফল পশ্চিম জেলার হাওরেবি আওয়াং লাইকাই এলাকা থেকে একটি নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন প্রিপাক-এর সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। ধৃতের নাম খাংগেমবাম চিংখেইগানবা মেইতেই (২৬), হাওরেবি মায়াই লাইকাইয়ের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি স্থানীয় দোকান ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলতেন।
রাজ্যজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সোমবার, ন্যাশনাল হাইওয়ে ৩৭-এ ১৮৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চলাচল নিরাপত্তার মাধ্যমে সুনিশ্চিত করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে কনভয় সুরক্ষা প্রদান করা হয়।
এছাড়া, পাহাড়ি ও উপত্যকা উভয় অঞ্চলে মোট ১১৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেখান থেকে এক ব্যক্তিকে যাচাইয়ের জন্য আটক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ও এলাকা দখলের কৌশল আগামী দিনেও চলবে, যাতে রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখা যায়।

