সিপি রাধাকৃষ্ণনকে কংগ্রেসের শুভেচ্ছা, স্মরণ করালেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের আদর্শ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর: নবনির্বাচিত উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। একই সঙ্গে দলটি স্মরণ করিয়ে দিয়েছে স্বাধীন ভারতের প্রথম উপররাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৯৫২ সালের ঐতিহাসিক বক্তব্য, যেখানে তিনি গণতন্ত্রে বিরোধীদের সমালোচনার অধিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছিলেন। কংগ্রেসের যোগাযোগ দফতরের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স-এ এক পোস্টে লেখেন, “ভারতের নবনির্বাচিত উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানাচ্ছে কংগ্রেস। সেইসঙ্গে আমরা স্মরণ করছি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রজ্ঞাপূর্ণ বক্তব্য।”

তিনি উল্লেখ করেন, ১৯৫২ সালের ১৬ মে রাজ্যসভার প্রথম অধিবেশনে ড. রাধাকৃষ্ণন বলেছিলেন: “আমি কোনও দলের নই, অর্থাৎ আমি এই সংসদের সব দলেরই। আমার প্রচেষ্টা থাকবে সংসদের সর্বোচ্চ গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করা এবং প্রতিটি দলের সঙ্গে ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে আচরণ করা। কারও প্রতি বিদ্বেষ নয়, সবার প্রতি শুভকামনা।… একটি গণতন্ত্র সহজেই একনায়কতন্ত্রে পরিণত হতে পারে, যদি বিরোধীদের সরকারী নীতির ন্যায্য, স্বাধীন ও স্পষ্ট সমালোচনার সুযোগ না দেওয়া হয়।” জয়রাম রমেশ আরও বলেন, “ড. রাধাকৃষ্ণন যা বলেছিলেন, তা তিনি নিজেও অক্ষরে অক্ষরে পালন করেছিলেন।”

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে সিপি রাধাকৃষ্ণন ৪৫২টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। রাধাকৃষ্ণন তাঁর জয়কে জাতীয়তাবাদী মতাদর্শের বিজয় বলে অভিহিত করেছেন এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তবে কংগ্রেসের বক্তব্যে স্পষ্ট—গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বিরোধী কণ্ঠের মর্যাদায়, আর সেই মূল্যবোধ রক্ষায় রাজ্যসভার চেয়ারম্যানের ভূমিকাই হবে মূল চাবিকাঠি।