সোনামুড়ায় স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে যুবক খুনের অভিযোগ

সোনামুড়া, ১০ সেপ্টেম্বর: স্বর্ণ পাচার চক্রের দ্বন্দ্বকে কেন্দ্র করে খুন হলেন সোনামুড়ার এক যুবক। মৃতের নাম সুলেমান হোসেন (২২)। মঙ্গলবার গভীর রাতে তাকে খুন করে দুষ্কৃতীরা মৃতদেহ গাড়িতে তুলে এনে বুধবার সকালে সোনামুড়া হাসপাতাল চত্বরে ফেলে পালিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী মহকুমা সোনামুড়ায়।

ঘটনার পরেই হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমায় স্থানীয় মানুষ। খবর পেয়ে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সীমান্তবর্তী এন.সি. নগর গ্রামের রুকসানা বেগম নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। অভিযোগ, ওই মহিলা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্বর্ণ পাচার চক্রের সঙ্গে যুক্ত।

পরিবার সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে পাচারকারীরা সীমান্ত বেড়ার ওপারে স্বর্ণ ঢিল ছুড়ে এপারে পাঠায়। এরপর এন.সি. নগরের রুকসানা বেগমের মাধ্যমে সেগুলি সংগ্রহ করে সোনামুড়ার সীমান্ত এলাকা থেকে আগরতলায় পাঠানো হয়। পরে কলকাতায় চলে যায় সেই স্বর্ণ। তিন দিন আগে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বিস্কিট পাচার চক্র সীমান্ত দিয়ে ঢোকায়। ওই চালান সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান। কিন্তু শেষ পর্যন্ত সে তা সংগ্রহ করতে পারেনি।

পরিবারের অভিযোগ, এই নিয়েই মঙ্গলবার সন্ধ্যায় পাচার চক্রের ৪-৫ জন দুষ্কৃতী সুলেমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে সুলেমান তার মাকে ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে। তার কয়েক ঘণ্টা পরেই হাসপাতালের সামনে মিলল তার নিথর দেহ।
ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।