জয়নগর এলাকায় ছড়িয়ে পড়েছে জন্ডিস- টাইফয়েড, ডিডাব্লিউএস দপ্তরে ডেপুটেশন সিপিআইএম জয়নগর মেলারমাঠ ও রাজনগর লোকাল কমিটির

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ডিডাব্লিউএস দপ্তরের বনমালীপুর ভুতুরিয়াস্থিত ডিভিশনে সিপিআইএম জয়নগর মেলারমাঠ ও রাজনগর লোকাল কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।

এদিনের ডেপুটেশন সম্পর্কে বলতে গিয়ে বাম নেতা সন্দীপন দেব বলেন, জয়নগর এলাকায় মারাত্মকভাবে জন্ডিস ও টাইফয়েডের মতো রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগে আক্রান্ত বহু এলাকাবাসী বর্তমানে নিজেদের বাড়ীঘরে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসীর অভিমত, স্মার্ট সিটির নামে অপরিকল্পিতভাবে ড্রেন রাস্তা কাটার কারণে নোংরা জলের সংমিশ্রণ ও তীব্র গরমে নিয়মিত পর্যাপ্ত জল না পাওয়ার ফলে জন্ডিস টাইফয়েড ছড়িয়ে পড়েছে।

তাই সিপিআইএম এর তরফে এদিনের ডেপুটেশন প্রদান করে
দাবি জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জয়নগর এলাকায় জনসচেতনতা তৈরী করা সহ এসব রোগ মোকাবিলা করতে স্বাস্থ্য শিবির, রক্ত পরীক্ষা এবং চিহ্নিত রোগীদের সঠিক পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য দফতর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জন্য।