এক রাতেই তিন চুরি, আতঙ্কে বিশালগড়বাসী

আগরতলা, ৭ সেপ্টেম্বর: চুরির ঘটনার জেরে নাজেহাল গোটা রাজ্য। প্রতিদিন কোথাও না কোথাও চুরির খবর আসছে। এবার বিশালগড় জাঙ্গালিয়ায় একই রাতে তিনটি পৃথক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে জাঙ্গালিয়ার একটি কালী মন্দির, একটি শনি মন্দির ও একটি বিড়ির কারখানায় চুরির ঘটনা ঘটে।
প্রথমেই কালী মন্দিরে ঢুকে চোরেরা ঠাকুরের গায়ে থাকা সোনার অলংকার হাতিয়ে নেয়। আজ সকালে মন্দিরে এসে পূজারী ঘটনাটি প্রত্যক্ষ করে হতবাক হয়ে যান। অন্যদিকে, শনি মন্দিরের প্রণামি বাক্স ভেঙে তার ভেতরে থাকা টাকা নিয়ে পালায় চোরের দল।
এতেই ক্ষান্ত নয়, একই রাতে স্থানীয় একটি বিড়ির কারখানায় ঢুকে ক্যাশবাক্সে থাকা টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
এক রাতের মধ্যে তিন-তিনটি জায়গায় চুরির ঘটনায় বিশালগড়ের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়লেও পর্যাপ্ত পুলিশি টহল নেই এলাকায়।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের খবর মেলেনি। এ নিয়ে এলাকাবাসীর আতঙ্ক আরও বাড়ছে।