সামান্য বচসাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র সহ হামলা চালালো দুষ্কৃতীরা

কমলপুর, ৪ সেপ্টেম্বর : বুধবার রাতে কমলপুরের ফুলছড়ি এলাকায় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অরুণ দেবের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। সামান্য বচসাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়ি ঘরে হামলা চালিয়ে এক অটো চালকের অটো ভাঙচুর করে। ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ কমলপুর থানার পশ্চিম ফুলছড়ি এলাকার অরুণ দেবের বাড়িতে। এই ঘটনায় পশ্চিম ফুলছড়ি এলাকায় গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর কমলপুর থানায় খবর দিলে পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পশ্চিম ফুলছড়ি এলাকার বাসিন্দা অরুণ দেবের বাড়িতে ভাড়াটিয়া সুব্রত দাস অটো চালিয়ে সংসার চালান। গত মঙ্গলবার পশ্চিম ফুলছড়ি এলাকার কয়েকজন দুষ্কৃতকারীদের সাথে সামান্য বিষয় নিয়ে বচসা বাধে। একটা সময় অটো চালক সুব্রত দাস অটো নিয়ে ভাড়া বাড়িতে চলে আসে। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ হঠাৎ দুষ্কৃতকারীরা অরুন দেবের বাড়িতে এসে বাড়ির গেটে ভেঙ্গে প্রবেশ করে বাড়ি ঘরে হামলা চালিয়ে সুব্রত দাসের অটো ও বাড়ি ঘর ভাঙচুর করে। শব্দ শুনে বাড়ির লোকজন ঘর থেকে বের হলে দুষ্কৃতকারীরা অস্ত্র নিয়ে ধাওয়া করে তাদের ঘরে ঢুকিয়ে দেয়। অটো চালক সুব্রত দাসের স্ত্রী দুষ্কৃতকারীদের মধ্যে ৪ জনকে চিনতে পারে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবেন বলে জানান।