আগরতলা, ২ সেপ্টেম্বর: অসহায় মহিলার সর্বস্ব নিয়ে পালালো চোর। ঘটনায় ক্ষতিগ্রস্ত মহিলা কান্নায় ভেঙে পড়লেন।
ঘটনার বিবরনে জানা যায়, বিশ্রামগঞ্জ থানধীন সিলোটিয়ামুড়া এলাকার বাসিন্দা দিপালী দেবনাথ। একাই বাড়িতে থাকেন তিনি। ওনার এক ছেলে রয়েছে সে বহি:রাজ্যে থাকে। বাড়িতে একা থাকার সুবাদে তিনি প্রতি রাতেই পার্শ্ববর্তী এলাকায় তার কাকুর বাড়িতে গিয়ে থাকেন।
প্রতিদিনকার মতো গতকাল রাতেও খাওয়া-দাওয়া শেষে তিনি ওই বাড়িতে চলে যান ঘুমানোর জন্য। সকালে এসে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে সর্বস্ব লুটপাট করে নিয়ে গেছে চোরের দল। মহিলার ভাতার বই, জরুরী নথি, সহ ঘরে থাকা সকল মূল্যবান জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোর। সকালে বাড়িতে এসে এই ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েছেন মহিলা। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে একটি চুরির মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

