লোকালয়ে পোল্ট্রি ফার্ম, বিপাকে স্থানীয়রা

গণ্ডাছড়া, ২ সেপ্টেম্বর : মহকুমা শাসক এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ দপ্তরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিব্যি পোল্ট্রি ফার্ম চালিয়ে যাচ্ছেন এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী। জানা যায় ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হরিপুরের ব্লকটিলা নামক গ্রামে প্রায় একশ পরিবারের বসবাস। ওই গ্রামেই বসবাস করেন সুভাষ রায়। ব্লকটিলার বাসিন্দা সুভাষ রায় বেশ কয়েক বছর পূর্বে নিজ বাড়ীর পাশে লোকালয়ে গ্রামবাসীদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলেন। স্বাভাবিকভাবেই ওই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ ধীরে ধীরে ব্লকটিলা গ্রামটিকে গ্রাস করতে থাকে।

উক্ত পোল্ট্রি ফার্মটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে সম্মিলিতভাবে পোল্ট্রি ফার্ম মালিক সুভাষ রায়কে অনুরোধ জানানো হয় কিন্ত সুভাষ রায় কোন ভাবেই প্রতিবেশিদের কথা বা আবেদন কানে তুলতে নারাজ। গ্রামবাসীদের অভিযোগ সুভাস রায়ের ওই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধজনিত কারণে পরিবেশ দূষিত হচ্ছে।

আরো অভিযোগ, ওই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধজনিত আবহাওয়া ছড়িয়ে পড়ার কারণে উক্ত পাড়ার সব কয়টি পরিবারের শিশু থেকে স্কুল ছাত্রছাত্রীরা সমস্যায় পড়তে হচ্ছে। শিশুরা বেশিরভাগ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতি পরিবারের সকলের খাওয়াদাওয়া সঠিক ভাবে করা যাচ্ছে না। গ্রামবাসীদের পক্ষ থেকে বার বার সমস্যার কথা জানিয়েও পোল্ট্রি ব্যবসায়ী সুভাষ রায় কোন ব্যবস্থা না নেওয়ায় ব্লকটিলা গ্রামবাসীদের তরফে গ্রামের সমস্যার কথা লিখিত ভাবে গন্ডাছড়া মহকুমা শাসককে জানানো হয়েছে। কিন্ত এরপরও কোন ব্যবস্থা নিচ্ছে না মহকুমা প্রশাসন। এতে গন্ডাছড়া মহকুমা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন খুব সহসা কোন ব্যবস্থা না হলে রাজ্যের পলিউশন দপ্তরের সাহায্য নেবেন উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের ব্লকটিলা নামক গ্রামের জাতি জনজাতি অংশের লোকজন।