নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : প্রয়াত মায়ের উদ্দেশ্যে ‘অপমানজনক ভাষা’ ব্যবহারের বিতর্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সংঘ লিমিটেড-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রধানমন্ত্রী মোদী বলেন, এটি শুধু আমার মায়ের নয়, বিহারের সমস্ত মা ও কন্যাদের অপমান।
উল্লেখ্য, গত সপ্তাহে বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কংগ্রেসের ‘ভোটাধিকার যাত্রা’-য় দারভাঙ্গার মঞ্চ থেকে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হিন্দিতে কুরুচিকর ভাষা ব্যবহার করে বলে দাবি করা হয়। ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
প্রধানমন্ত্রী বলেন, আমার মা আমাকে কোটি কোটি মায়ের সেবা করার জন্য আলাদা করেছিলেন। আপনারা সকলেই জানেন, এখন আমার মা আর নেই। কিছুদিন আগেশততম জন্মবর্ষ পূর্ণ করার পর কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি কখনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এখন পৃথিবীতেও নেই। সেই মাকে কংগ্রেস-আরজেডি মঞ্চ থেকে গালিগালাজ করা হয়েছে। তিনি আরও বলেন, যারা ‘ভারত মাতা’-কে অপমান করতে দ্বিধা করে না, তাদের কাছে আমার মাকে গালি দেওয়া নতুন কিছু নয়। তবে এমন মানুষদের শাস্তি পাওয়া উচিত।
শৈশবের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমার মা পরিবারকে চরম দারিদ্র্যের মধ্যে লালন-পালন করেছিলেন। তিনি নিজের জন্য কখনও নতুন শাড়ি কিনতেন না, পরিবারের জন্য প্রতিটি পয়সা সঞ্চয় করতেন। আজও দেশের কোটি কোটি মা প্রতিদিন সেই রকম তপস্যা করে চলেছেন, বলেন প্রধানমন্ত্রী।

