কাঞ্চনপুর, ১ সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠল উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার লালজুরী এলাকা। সোমবার সকাল থেকে উজান মাছমারা হাই স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে কাঞ্চনপুর–ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।
অভিযোগ, বিদ্যালয়ে দুই শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করলেও প্রাইমারি সেকশন মিলিয়ে মাত্র ৭ জন শিক্ষক আছেন। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে এদিন ক্ষোভ উগরে দেয় ছাত্রছাত্রীরা।
এদিকে ঘণ্টার পর ঘণ্টা সড়ক অবরোধ, বিপাকে পড়েন যাত্রীরা। সকাল ৭টা থেকে শুরু হওয়া অবরোধে কাঞ্চনপুর–ধর্মনগর ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সরকারি দপ্তরের কর্মচারী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ঘটনার খবর পেয়ে জেলা শিক্ষা দপ্তরের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছান আধিকারিক সমীর রঞ্জন নাথ। তিনি আন্দোলনরতদের লিখিতভাবে আশ্বাস দেন যে শিক্ষক সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এরপর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

