দক্ষিণ চাম্পামুড়ায় মন্দির ও বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কিত স্থানীয়রা

আগরতলা, ১ সেপ্টেম্বর: বিশালগড় থানাধীন কমলাসাগর দক্ষিণ চাম্পামুড়া এলাকায় রবিবার গভীর রাতে পরপর দুটি চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ দেশবন্ধু কলোনি নবোদয় সংঘ ক্লাবের কালী মন্দির এবং বিজেপি বুথ সভাপতির বাড়িতে হানা দেয় চোরের দল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে চোরেরা প্রথমে কালী মন্দিরের দরজা ভেঙে প্রবেশ করে। দা দিয়ে প্রণামী বাক্স কেটে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা, মন্দিরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নিয়ে যায়। সোমবার সকালে প্রাতঃভ্রমণকারীরা মন্দিরে এসে দেখতে পান ভাঙা দরজা এবং দূরে পড়ে থাকা প্রণামী বাক্স। মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মন্দির প্রাঙ্গণে ভিড় জমান।

অন্যদিকে, একই রাতে কালী মন্দিরের পাশেই ৫০ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি পবন দাসের বাড়িতেও হানা দেয় চোরেরা। তাঁর টিআর০১- এইচ -৬৫১১ মোটরবাইক চুরি করে চম্পট দেয় তারা।

একই এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, এলাকায় নেশার প্রসারই চুরির মূল কারণ। নেশার টাকা জোগাড় করতেই প্রতিনিয়ত ঘটছে এমন দুঃসাহসিক চুরি। প্রশাসনের ব্যর্থতায় চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন, আর প্রতিনিয়ত বেড়ে চলা চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দক্ষিণ চাম্পামুড়া এলাকায়।