রাস্তা সংস্কারের দাবিতে কৈলাসহরে আন্দোলনে নামলো বামপন্থী ছাত্র যুবরা

কৈলাসহর, ১ সেপ্টেম্বর: কৈলাসহরের পুরনো ডাকবাংলো থেকে রাঙ্গাউটি অব্দি রাস্তা সংস্কারের দাবীতে এবার কৈলাসহরে আন্দোলনে নামলো বামপন্থী ছাত্র যুবরা। অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে কৈলাসহরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। আন্দোলনের নেতৃত্বে ছিলেন যুবনেতা পলাশ চৌধুরী, সৈইফ উদ্দিন সহ আরও অন্যান্যরা।

যুবনেতা পলাশ চৌধুরী জানান যে, দীর্ঘদিন ধরে কৈলাসহরের ডাকবাংলো থেকে রাঙ্গাউটি অব্দি প্রায় আট কিলোমিটার রাস্তাটি বেহাল হয়ে রয়েছে। রাস্তাটি চলাচলের জন্য সম্পুর্ন অযোগ্য হয়ে রয়েছে। প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এই রাস্তাটি দিয়ে শহর উত্তরাঞ্চল এলাকার মানুষ যাতায়াত করে থাকেন। শহর উত্তরাঞ্চল এলাকায় যাবার জন্য অন্য কোনো রাস্তাও নেই। প্রতিদিন প্রায় কুড়ি হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে থাকেন।

শহর উত্তরাঞ্চল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী মেনে সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ২০২১সালে এই রাস্তার কাজ শুরু করেছিলো। প্রায় সাত কোটি টাকা ব্যয় করে ২০২৩সালে এই রাস্তার কাজ সম্পুর্ন হয়েছিলো। কাজ সম্পুর্ন হলেও কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার রাস্তার তদারকির দায়িত্বে পাঁচ বছর রয়েছেন। অন্যদিকে, ২০২৩সালে রাস্তার কাজ সম্পুর্ন হলেও রাস্তার কাজের শুরু থেকেই চরম দুর্নীতি হয়েছিলো। যারফলে, কাজ সমাপ্ত হবার এক বছরের মধ্যেই রাস্তাটি নষ্ট হয়ে যায় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা সংস্কারের দাবীতে বিভিন্ন সময়ে বিজেপি, কংগ্রেস এবং সামাজিক সংঘটনের পক্ষ থেকে আন্দোলন করা হলেও কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার কিংবা সংশ্লিষ্ট দপ্তর উদাসীন।

অবশেষে পয়লা সেপ্টেম্বর সোমবার সকাল দশটা থেকে দুপুর বারোটা অব্দি ডিওয়াইএফআই কৈলাসহর শহর উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে লক্ষীপুর গ্রামে দুই ঘন্টার প্রতিকী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। আসন্ন দূর্গা পুজোকে করে অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে কৈলাসহরের মহকুমা শাসকের চেম্বার ঘেরাও সহ গোটা শহর উত্তরাঞ্চল এলাকায় বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান যুবনেতা পলাশ চৌধুরী।