আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্তবর্তী যাত্রাপুর থানা এলাকায় গাঁজা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার হলো বিপুল পরিমাণ শুকনো গাঁজা, পাশাপাশি ধ্বংস করা হলো একাধিক গাঁজার নার্সারি প্লট।
যাত্রাপুর থানার ওসি সিতিকন্ঠ বর্ধন জানান, গত ৩১শে আগস্ট সন্ধ্যায় নির্ভয়পুর সীমান্ত গ্রাম পঞ্চায়েতের একটি রাবার বাগান থেকে দুই প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় ৮ কেজি। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
অন্যদিকে, সোমবার ভোরে দক্ষিণ মহেশপুরের কাকরি নদীর দক্ষিণাংশে বনদপ্তরের সংরক্ষিত অরণ্যে অভিযান চালিয়ে চমকপ্রদ সাফল্য পায় পুলিশ। সেখানে একাধিক গাঁজার নার্সারির সন্ধান মেলে। বিশাল বাহিনী নিয়ে অভিযান চালিয়ে মোট আটটি প্লটে থাকা গাঁজা গাছের চারা কেটে ধ্বংস করা হয়। পুলিশের অনুমান, ওই প্লটগুলিতে অন্তত দুই লক্ষাধিক গাঁজার চারা ছিল।
ওসি আরও জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় যাতে আর কোনোভাবে গাঁজা চাষাবাদ না হয়, সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে।

