রাশিয়া থেকে তেল আমদানিতে কোনও নিয়ম ভাঙেনি ভারত: হরদীপ সিং পুরি

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর: রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে আমেরিকার ক্রমাগত চাপ ও সমালোচনার জবাবে ভারত সাফ জানিয়েছে, “আমরা কোনও আন্তর্জাতিক নিয়ম ভাঙিনি”। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি এই মন্তব্য করেন সোমবার দ্য হিন্দু-তে প্রকাশিত একটি কলামে।

পুরি লেখেন, “কিছু সমালোচক অভিযোগ করেছেন যে ভারত রাশিয়ার তেলের ‘লন্ড্রি’। বাস্তবের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” তিনি জানান, ভারত মূল্যসীমা ব্যবস্থার মধ্যে থেকেই তেল আমদানি করছে, যার উদ্দেশ্য হল রাশিয়ার আয় সীমিত রাখা এবং বাজারে তেল সরবরাহ চালু রাখা।

হোয়াইট হাউজের প্রাক্তন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারতের “ব্রাহ্মণ সম্প্রদায় মুনাফা করছে সাধারণ মানুষের খরচে”এবং রাশিয়া ও চিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সহযোগিতা ‘বোধগম্য নয়’।

তিনি বলেন,“ভারতের মানুষকে বুঝতে হবে কী ঘটছে। ব্রাহ্মণরা মুনাফা করছে, আর সেটা বন্ধ হওয়া দরকার।”

এর আগেও মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট ভারতীয় ধনী পরিবারের বিরুদ্ধে ‘রাশিয়ার যুদ্ধযন্ত্রে জ্বালানি জোগানোর’ অভিযোগ করেন। তাঁদের মতে, ভারত “ক্রেমলিনের জন্য একটি লন্ড্রিম্যাটে” পরিণত হয়েছে।

পুরির বক্তব্য অনুযায়ী, ভারত বিশ্ববাজারে স্থিতিশীলতা এনেছে, ২০০ প্রতি ব্যারেল তেলের দামে বিশ্ব অর্থনীতি যে ধাক্কা খেত, তা রোধ করেছে, রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি আন্তর্জাতিক নিয়ম মেনে ভারত বাজারে সরবরাহ বজায় রেখে ও দাম নিয়ন্ত্রণে এনে বিশ্ব অর্থনীতির উপকার করেছে।