অসম: বোধোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনের জন্য কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ

গৌহাটি, ১ সেপ্টেম্বর : আসন্ন বোধোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনের জন্য কংগ্রেস রবিবার তার সম্পূর্ণ ৪০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আগামী ২২ সেপ্টেম্বর বোধোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

অসমের বোধোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনের জন্য কংগ্রেস তাদের সম্পূর্ণ ৪০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। শনিবার রাতে প্রথম দফায় ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়, যেখানে রঞ্চনা বসুমতরী, রনঞ্জয় নারজারি, ক্বারুম মুশাহরী, সাহার আলি, দ্বিমু রোজে, মতিলাল বসুমতরী, সুনীল নারজারি, রাজীব বসুমতরী, এনোস ইসওয়ারী, অমোইও নারজারি, আগোস্টিন নারজারি, অভিনাশ ব্রহ্মা, সাফিউর রহমান, বুদ্ধদেব ফাদাংগারি, জগদীশ মাধাই, বুবুল দাস এবং ধর্মেশ্বর বোরো-র মতো উল্লেখযোগ্য নাম রয়েছে। পরদিন রবিবার সন্ধ্যায় দ্বিতীয় তালিকায় আরও ৯ জন প্রার্থী যুক্ত করা হয়, যাঁদের মধ্যে রয়েছেন সাহেন চন্দ্র ব্রহ্মা, আবু বকর আলি, রফিকুল ইসলাম শেখ, মোহিনী মোহন বসুমতরী, সঞ্জীব ওয়ারি, বিনিময় বসুমতরী, জমসের আলি, ভবেন্দ্র নাথ স্বর্গীয়ারি এবং পেত্রুস বাঘ।

এই তালিকার মাধ্যমে কংগ্রেস বিটিসি -র সব আসনে প্রার্থী ঘোষণা করে নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন করল। দলীয় সূত্রে জানা গেছে, বিজেপি ও ইউপিপিএল-এর বিরুদ্ধে শক্তিশালী লড়াই গড়ে তুলতেই এই প্রার্থী নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। এখন দেখার বিষয়, বোধোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের রাজনীতিতে কংগ্রেস কতটা প্রভাব ফেলতে পারে।