সাব্রুম, ২৯ আগস্ট : কাজের উদ্দেশ্যে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক সন্তানের জননী। ঘটনা সাব্রুম মহকুমার মনু বাজার থানার অন্তর্গত চালিতাছড়ি এডিসি ভিলেজের অধীনে দিনেশ মজুমদার পাড়ায়। ডিজিটাল স্মার্ট দুনিয়াতে গৃহবধু পালিয়ে যাওয়ার হিরিকের প্রথম স্থান অর্জন করতে চলেছে সাব্রুমের হরিণা অঞ্চলটি। সাব্রুম মহকুমার মনু বাজার থানা অন্তর্গত চালিতাছড়ি এডিসি ভিলেজের অধীনে দিনেশ মজুমদার পাড়ার বাসিন্দার উমেশ দাসের পুত্র রনজিত দাসের স্ত্রী সুপর্ণা দাস(২৭)।
গত ২৪- আগস্ট মবার দিন প্রতিদিনের মতো ঐদিন সকাল ৬:৩০ মিনিটে বাড়ি থেকে বের হয় হরিণা পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। বহু খোঁজাখুঁজি করার দুইদিন পর গৃহবধুর স্বামী রনজিত দাস ২৬- আগস্ট মঙ্গলবার দিন মনু বাজার থানায় স্ত্রী সুপর্ণা দাসের কোন হদিশ না পাওয়াতে লিখিত আকারে মিসিং ডায়েরি করেন।
সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান, রনজীত দাস পূর্ব হরিণা ৬২ কার্ড এলাকার সুপর্ণা দাসের সঙ্গে ২০১৫ সালে সামাজিকভাবে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দশ বছরের সংসারের জীবনে দশ বছরের একটি ফুটফুটে সন্তান রয়েছে। সংসারের আর্থিক অনটনের পরে গৃহবধু সুপর্ণা গত দুই-তিন বছর আগে হরিণা পেট্রোল পাম্পে নিযুক্ত হয়। প্রতিদিন সুপর্ণা সকাল ৬:৩০ সময় ঐ পেট্রোল পাম্পে আসতো। আবার প্রতিদিন দুপুর দুইটার সময় বাড়িতে যেতো। গত সোমবার দিন থেকে গৃহবধু সুপর্ণাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয় সুপর্ণার মোবাইল কোন পর্যন্ত সুইচ অফ। রনজিত দাস শেষমেষ প্রশাসনের কাছে আবেদন জানায় যাতে করে সুপর্ণাকে ফিরিয়ে আনার জন্য।

