শ্রীনগর , ২৮ আগস্ট: জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের জেরে উধমপুর-রামবান অঞ্চলে একাধিক ধস নামায় গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (এনএইচ-৪৪) টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এই রাস্তাটি কাশ্মীর উপত্যকার সঙ্গে দেশের বাকি অংশের একমাত্র সর্ব-মৌসুমি সড়ক সংযোগ। ধসের কারণে জখেনি এবং চেনানি-র মধ্যে একাধিক পয়েন্টে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ৬০০-রও বেশি যানবাহন বিভিন্ন স্থানে আটকে পড়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, জম্মু থেকে শ্রীনগরের দিকে কিংবা মাঝপথে যেমন রিয়াসি, চেনানি, পাত্নিটপ, ডোডা, রামবান, বানিহাল ও শ্রীনগরের উদ্দেশে কোনো ধরনের যানবাহন চলাচল করার অনুমতি দেওয়া হচ্ছে না। কাটরা ও উধমপুর শহরের বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে যাতে তারা তাদের ফটো আইডেন্টিটি কার্ড সঙ্গে রাখেন, যাতে প্রয়োজনে চলাচলের অনুমতি প্রদান সহজ হয়।
বর্ডার রোডস অর্গানাইজেশন-এর কর্মীরা যুদ্ধকালীন গতিতে রাস্তা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার ভারী বৃষ্টির কারণে এই পরিস্থিতি তৈরি হয় এবং ধস ও হড়পা বানের কারণে রাস্তায় মাটি ও পাথরের স্তূপ জমে গেছে।
এছাড়াও, কিশতওয়ার-সিন্থান-অনন্তনাগ মহাসড়কও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া অনুকূল এবং রাস্তার পরিস্থিতি স্বাভাবিক থাকলে ঐতিহাসিক মুঘল রোড দিয়ে হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। রাজৌরি ও পুঞ্চ জেলা থেকে শোপিয়ান পর্যন্ত এই বিকল্প রাস্তা ব্যবহার করতে হলে বেহরামগালা (পুঞ্চ) ও হেরপোরা (শোপিয়ান) থেকে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যাত্রা করতে হবে, তবে তার আগে রাস্তা রক্ষণাবেক্ষণকারী সংস্থার সবুজ সংকেত পাওয়া জরুরি।

