শান্তির বাজার, ২৭ আগস্ট: চিকিৎসা পরিষেবা উন্নয়নে প্রতিনিয়ত উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে শান্তির বাজার জেলা হাসপাতালে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ওই হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসককে ডেপুটেশনে পাঠানো হয়েছে অন্যত্র। ফলে স্থানীয় রোগীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. প্রসেনজিৎ দাস-কে পাঠানো হয়েছে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অন্যদিকে মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবির ভৌমিক-কে ডেপুটেশনে পাঠানো হয়েছে উদয়পুরে। এর ফলে এখন শান্তির বাজার জেলা হাসপাতালে মাত্র একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক থেকে গোটা জেলার চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে।
রোগী ও সাধারণ মানুষের অভিযোগ, দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকাকালীন যেমন পরিষেবা পাওয়া যেত, বর্তমানে তেমনটা পাওয়া যাচ্ছে না। জরুরি মুহূর্তে চিকিৎসার জন্য রোগীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে শিশু চিকিৎসা ও মেডিসিন বিভাগের রোগীরা সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ডা. প্রসেনজিৎ দাস ও ডা. আবির ভৌমিককে অবিলম্বে পুনরায় শান্তির বাজার জেলা হাসপাতালে ফিরিয়ে আনা হোক, যাতে জেলার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পান এবং রোগীদের কষ্ট লাঘব হয়।

