ওড়িশা উপকূলে ডিআরডিও-র সফল পরীক্ষা, ভারতীয় আকাশ প্রতিরক্ষায় নতুন দিগন্ত খুলল আইএডিডাব্লুএস

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ওড়িশা উপকূলে সফলভাবে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম-এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং এটি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করা হচ্ছে। ডিআরডিও-র এই সাফল্যের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে বলেন, এই অর্জন ভারতীয় সশস্ত্র বাহিনী এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের সম্মিলিত প্রচেষ্টার ফল।

আইএডিডব্লিউএস একটি বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা একাধিক দেশীয় প্রযুক্তির সমন্বয়ে গঠিত। এতে রয়েছে কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল, অ্যাডভান্সড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল এবং উচ্চক্ষমতাসম্পন্ন লেজারভিত্তিক ডিরেক্টেড এনার্জি ওয়েপন । এই প্রতিরক্ষা ব্যবস্থাটি বিভিন্ন স্তরে বায়ু হুমকি যেমন শত্রুপক্ষের ড্রোন, যুদ্ধবিমান বা মিসাইল প্রতিরোধ করতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, ডিরেক্টেড এনার্জি ওয়েপন প্রযুক্তির সংযোজন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় গেমচেঞ্জার হয়ে উঠতে পারে। এই সাফল্যের মাধ্যমে ডিআরডিও শুধু দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল না, বরং ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের পথেও বড় পদক্ষেপ রাখল।